UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

ঊষার আলো
মার্চ ২১, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা আজ (রবিবার) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় আগামী ২৭ ও ২৮ মার্চ খুলনা জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে ২৭ মার্চ র‌্যালি, আলোচনা সভা, উন্নয়ন ভিত্তিক ভিডিও প্রদর্শনী, সরকারের উন্নয়ন কমকান্ড নিয়ে বিভিন্ন দপ্তরের স্টল প্রদর্শনী ও তরুণদের জন্য অনুষ্ঠান আয়োজন করা হবে। ২৮ মার্চ ‘রূপকল্প ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ক সেমিনার, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাইফুর রাহমান খান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আলমসহ সরকারি কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান,উপজেলা  নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-আরএম)