UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে গণতন্ত্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন তারেক রহমান

ঊষার আলো রিপোর্ট
মার্চ ২৬, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

স্বাধীনতা দিবসে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে ভূমিকার কথা স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার আহ্বানে মুক্তিযুদ্ধ শুরু হয়, যা দেশের স্বাধীনতাপ্রিয় সব মানুষকে একত্রিত করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল।

তিনি এই ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

একই সঙ্গে, শহিদ জিয়ার আদর্শকে সামনে রেখে জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে একটি টেকসই গণতন্ত্র গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান।

সেনা-সমর্থিত এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে একাধিক দুর্নীতির মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান।  সেখানে তিনি পরিবারের সঙ্গেই থাকছেন।

দেশ ছাড়ার সময় তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে দলের নেতৃত্বের ভূমিকায় ফেরেন।

খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেকের বিরুদ্ধে এক-এগারো সরকার এবং পরবর্তী আওয়ামী লীগ সরকার প্রায় ৮৫টি মামলা দায়ের করেছিল।  তবে বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ২০২৪ সালের আগস্ট থেকেই তারেকের দেশে ফেরা নিয়ে ব্যাপক জল্পনা চলছে, তবে বিএনপি নেতারা কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

ঊষার আলো-এসএ