UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক

pial
মে ১৯, ২০২২ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বর্ষীয়ান সাংবাদিক, কলামিস্ট ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আবদুল গাফফার চৌধুরী তাঁর লেখায় মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা সমুন্নত রেখেছেন। বাঙালির ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ করেছেন। তাঁর লেখা একুশে ফেব্রুয়ারির কালজয়ী সেই গান (আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি) বাঙালি জাতিকে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে অসীম সাহস ও প্রেরণা যুগিয়েছিল। এই গানের মাধ্যমে তিনি এ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন নিখাঁদ দেশপ্রেমিক বুদ্ধিজীবীকে হারালো।’ বিবৃতিতে উপাচার্য মরহুমের শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস শোক প্রকাশ করেছেন।

(ঊষার আলো-এফএসপি)