UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীকে ছেড়ে ২৫ বার পালালেন স্ত্রী, প্রত্যেকবারই নতুন প্রেমিক সাথে!

usharalodesk
সেপ্টেম্বর ১১, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আরো ডেস্ক : স্বামীর ঘর ছেড়ে ২৫ বার পালান স্ত্রী। আর প্রত্যেকবারই নতুন প্রেমিকের হাত ধরে। তবুও স্ত্রী হিসেবে তাকেই গ্রহণ করতে চান স্বামী।

ভারতের আসামের নওগাঁ জেলার বাসিন্দা সেই নারী ও তার স্বামীর দাম্পত্য জীবন প্রায় ১০ বছরের। তিনটি সন্তানও রয়েছে তাদের। যার মধ্যে ছোটটির বয়স মাত্র তিন মাস।

গত ৪ সেপ্টেম্বর ৩ মাসের ওই শিশুকে প্রতিবেশীর বাড়িতে রেখে চলে যান ওই নারী। তার শ্বশুরের অভিযোগ, এ নিয়ে ২৫ বার বাড়ি ছেড়ে পালিয়েছেন তার পুত্রবধূ। আর প্রতি বারই তিনি ঘর ছেড়েছেন নতুন প্রেমিকের সাথে।

পালানোর সময় স্ত্রী সাথে করে ২২ হাজার রূপি ও দামি গয়নাও নিয়ে গেছেন বলে অভিযোগ করেন তার স্বামী।

সেই নারীর স্বামী গ্যারেজে কাজ করেন। ফিরে এসে দেখেন স্ত্রী বাড়িতে নেই। সাথে নেই তিন মাসের শিশুটিও। খোঁজ নিয়ে জানতে পারেন যে এক প্রতিবেশীর বাড়িতে শিশুটিকে রেখে গেছেন তার স্ত্রী। ছাগলের খাবার আনতে যাচ্ছেন বলে তিনি শিশুটিকে সেখানে রেখে যান।

ওই নারীর স্বামী বলেন, ‘‘বাড়ি ফিরে দেখি আমার রূপি ও নিজের গয়নাও নিয়ে গেছে স্ত্রী। বুঝতে পারি তিন মাসের শিশুটিকে ফেলে ফের পালিয়ে গেছে ও।’’ যদিও স্ত্রী আগের মতো ফিরে এলে তাকে মেনে নেবেন বলে জানান ওই ব্যক্তি।

আসামের এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

(ঊষার আলো-এফএসপি)