UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যকর পরিবেশকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিলো জাতিসংঘ

usharalodesk
অক্টোবর ৯, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

উষার আলো ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। গতকাল শুক্রবার কাউন্সিলের অধিবেশনে এই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়েছে বলে জানায় রয়টার্স।

কাউন্সিলে এই সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করেছিল কোস্টারিকা, মালদ্বীপ, মরক্কো, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ড। আর প্রস্তাবের পক্ষ থেকে ভোট দিয়েছে ৪৩টি দেশ। ভোট দানে বিরত ছিল রাশিয়া, ভারত, চীন এবং জাপান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বায়ু দূষণ ও রাসায়নিক প্রভাবের মতো পরিবেশগত ঝুঁকিগুলোর ফলে বছরে ১ কোটি ৩৭ লাখ মানুষের মৃত্যু হয়।

কোস্টারিকার দূত কাতালিনা দেভানদাস আগুইলার জানান, এই সিদ্ধান্ত ‘বিশ্বসম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী বার্তা দেবে যে, তারা জলবায়ু সমস্যা নিয়ে যে লড়াই করছে তাতে তারা একা নয়।’

(ঊষার আলো-এফএসপি)