UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দলের ৯. ১৪ ও ১৫ নং ওয়ার্ডে কর্মী সভা 

koushikkln
জুলাই ২৯, ২০২২ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, সর্বক্ষেত্রে ব্যর্থ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। খুব শীঘ্রই নিশিরাতের সরকার
হটাতে কঠোর কর্মসুচি প্রদান করা হবে। রাজপথে থেকে কর্মসুচি সফল করে শেখ হাসিনার বিদায় ঘন্টা বাজাতে হবে।

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক খালিশপুর থানার ৯, ১৪ও ১৫নং ওয়ার্ডের কর্মিসভায় বক্তারা এসব কথা বলেন।
খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাউদ্দিন তালুকদারের সঞ্চালনায় কর্মিসভার উদ্বোধন করেন নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন নগর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহির। সভায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল। প্রধান বক্তা ছিলেন নগর স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ফারুক হিল্টন। বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, বিশেষ অতিথি ছিলের নগর বিএনপির যগ্ম আহবায়ক স.ম. আব্দুর রহমান, আজিজুল হাসান দুলু, আবুল কালাম জিয়া, শেখ সাদী, শেখ জাহিদুল ইসলাম, শাহিনুল ইসলাম পাখি, বিপ্লবুর রহমান কুদ্দুস, নাজমুল হুদা চৌধুরী সাগর, মিজানুর রহমান মিলটন। বক্তব্য রাখেন  ইউসুফ মোল্যা, মুনতাসির আলামিন, ইকতিয়ার উদ্দিন বাবুল, আতাউর রহমান রুনু, নাসির উদ্দিন, খায়রুজ্জামান সজিব, হেলাল ফরাজি প্রমুখ।

স্মরণসভা ও দোয়া মাহফিল।। এর আগে বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  প্রয়াতঃ সভাপতি মরহুম শফিউল বারী বাবু’র ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিছত হয়। নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলালের পরিচালনায় ও জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি তয়েবুর রহমানের সভাপতিত্বে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা,জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, নগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহির, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবু
হোসেন বাবু, নগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু, নাজমুস সাকির পিন্টু, শেখ আলী আজগর, আনোয়ার হোসেন আনো, মুনতাসির আল মামুন, ইউসুফ মোল্যা, সাইফুল ইসলাম মল্লিক, মেহেদি হাসান বাবু, সিদ্দিক
শিকারি,ওয়াহিদুজ্জামান খান, মোশারেফ শিকদার, সোহাগ মুন্সি, নাসির উদ্দিন,
খায়রুজ্জামান সজিব, হেলাল ফরাজি, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু,
লিটন মোল্যা, তারেক হাওলাদার, আসাদুজ্জামান বিপ্লব, রবিউল ইসলাম শিমুল,
আলামিন সরদার রতন, মিজান সরদার, সাইফুর রহমান জাহিদ, কবির গাজি,
আলাউদ্দিন জমাদ্দার, ডাঃ ফারুক হোসেন, জাহিদুল ইসলাম, নবাব হোসেন, লাবু বিশ্বাস প্রমুখ। দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম।