UsharAlo logo
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্মরণ সভায় বক্তারা : কমরেড সহিদুর রহমানের মৃত্যু নেই

koushikkln
সেপ্টেম্বর ১৮, ২০২১ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কমরেড শেখ সহিদুর রহমানের মৃত্যু নেই। তিনি এদেশের শ্রমিক-কৃষক মেহনতী মানুষের বন্ধু ছিলেন। তিনি আমৃত্যু আর্দশের সাথে আপোষ করেননি। শক্তিশালী পার্টি-সংগঠন গড়ে তোলার মধ্যে দিয়ে কমরেড সাইদুরের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান ও সাবেক এমপি শেখ সাহিদুর রহমানের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। খুলনা জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টি দৌলতপুর শেখ মতিয়ার রহমান মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করে।

পার্টির খুলনা জেলা সভাপতি অ্যাডভোকেট কমরেড মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ও জাতীয় কৃষক সমিতির সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক। পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, পার্টির কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু, মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আনসার আলী মোল্লা, নগর সাধারণ সম্পাদক এস এম ফারুক উল ইসলাম, কেসিসি কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী। বক্তব্য দেন সেখ সাহিদুর রহমানের ছেলে বিএম আরিফুর ইসলাম তুরান, পার্টির জেলা নেতা গৌরাঙ্গ প্রসাদ রায়, শ্রমিক নেতা খলিলুর রহমান, মহানগর নেতা আব্দুস সাত্তার মোল্লা, সাংস্কৃতিক সংগঠক শাহীন জামান পন, সিপিবি নেতা পূর্নেন্দু দে বুবাই, ওয়ার্কার্স পার্টির নেতা অজয় কুমার দে, নূরুল ইসলাম নূরু, যুবমৈত্রী জেলা সভাপতি প্রভাষক রেজওয়ান হোসেন রাজা, ছাত্রমৈত্রীর জেলা সভাপতি বিকাশ মন্ডল।

জাতীয় ও আন্তর্জাতিক সঙ্গীতের মধ্যে দিয়ে স্মরণ সভা শুরু হয়। একই সাথে কমরেড সাহিদুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।