UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হজ নিবন্ধনে সাড়া কম

ঊষার আলো
ডিসেম্বর ১৭, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  হজ প্যাকেজের উচ্চমূল্যের প্রভাব পড়েছে নিবন্ধনে। আগামী বছর হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময় শেষ হয়ে গেলেও কোটার প্রায় অর্ধেকই খালি রয়ে গেছে, অর্থাৎ সাড়া মেলেনি। উল্লেখ্য, ২০২৫ সালের হজ নিবন্ধনের জন্য নির্ধারিত সময় ছিল রোববার রাত ৮টা পর্যন্ত। এ সময় পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৬৬ হাজার ৭৭২ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭৬১ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৬২ হাজার ১১ জন। অথচ সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা। এই হিসাবে এখনো কোটার ৬০ হাজার ৪২৬ জনের আসন খালি রয়েছে। অবশ্য এর সঙ্গে হজ গাইডের সংখ্যা যোগ হবে। উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রমে হজে যেতে আগ্রহীদের জন্য টানা সাড়ে ৩ মাস সময় ছিল নিবন্ধন করার। হজযাত্রীদের মাঝে যে তা সাড়া ফেলতে পারেনি, নিবন্ধনের সংখ্যাই তা বলে দিচ্ছে।

মনে রাখতে হবে, হজ কোনো বাণিজ্যিক পণ্য বা সেবা নয়, হজ হলো মুসলমানদের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। অথচ আকাশচুম্বী প্যাকেজ মূল্যের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে হজ। এ অবস্থা চলতে দেওয়া যায় না। হজ প্যাকেজের মূল্য কমিয়ে সহনীয় করা দরকার। সরকার অবিলম্বে এদিকে দৃষ্টি দেবে, এটাই প্রত্যাশা।

ঊষার আলো-এসএ