UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামাসপ্রধানের বাড়িতে ইসরায়েলের বোমা হামলা

usharalodesk
মে ১৬, ২০২১ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইসরায়েলি বাহিনীরা গাজায় হামাসপ্রধান ইয়াহইয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে। স্থানীয় সময় ১৬ মে রোববার ইসরায়েলি বিমান থেকে বাড়িটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামাসের আল-আকসা টেলিভিশনে এক খবরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামাসপ্রধান আহত কিংবা নিহত হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি।
ইয়াহইয়া আল সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে আসছে।
আল-আকসা টেলিভিশন জানিয়েছে, ওই হামলার জবাবে সকালেই তেল আবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহরগুলোয় রকেট হামলা চালিয়েছে হামাস।
এদিকে, ১৬ মে রোববার সকালেও ইসরায়েলি বিমান হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। এ ছাড়া সকালের হামলায় ২টি ভবন ধসে পড়েছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, গত ১০ মে সোমবার থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৪৯ শিশু রয়েছে। নিহত ১৪৯ জনের মধ্যে ১৩ জন অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা। গাজায় হামলার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে এই ১৩ জনকে হত্যা করা হয়েছে।
এ ছাড়া এসব হামলায় এ পর্যন্ত আহত হয়েছে কমপক্ষে ৯৫০ জন।

(ঊষার আলো- এম. এইচ)