UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হাসিনা আর ফিরবেন না

usharalodesk
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া স্বৈরশাসকদের সে দেশের রাজনীতিতে ফিরে আসার তেমন কোনো নজির নেই। বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে গেছেন। এর মধ্য দিয়ে তিনি শুধু তার রাজনৈতিক মৃত্যু ডেকে আনেনি, তার দল আওয়ামী লীগেরও রাজনৈতিক মৃত্যু হয়েছে।

দিল্লির সমর্থনে হাসিনার দেড় দশকের স্বৈরশাসন টিকে ছিলো। প্রতিবেশী দেশটিতে আশ্রয় নেয়ার কারণে এখনও তার ফিরে আসা নিয়ে আলোচনা হয়।  সম্প্রতি হাসিনার কথোপকথনের বেশ কয়েকটি অডিও প্রকাশ হয়েছে। সেখানে তার কণ্ঠে এমন কথা শোনা গেছে,  তিনি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। চট করে দেশে ফিরবেন বলে তার দলের এক কর্মীর সাথে আলাপে জানিয়েছেন।  এসব অডিও কথোপথনের সত্য-মিথা যাচাই-বাছাই করা সম্ভব নয়। শেখ হাসিনার অতীত রাজনীতি প্রমাণ করে না- তিনি খুব সাহসী রাজনীতিক ছিলেন। বরং তার রাজনৈতিক জীবন ছিলো আপোসকামিতা ও পলায়নের।

শেখ হাসিনার চেয়েও কম নৃশংস স্বৈরশাসকরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আর কখনো দেশে ফিরতে পারেননি। ইরানের মোহাম্মদ রেজা শাহ পাহলভী দোর্দন্ড প্রতাপের সাথে দেশ শাসন করেছেন। ইরানকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান কম নয়।  তিনি সে সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর শাসকদের মধ্যে পশ্চিমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ১৯৭৯ সালে দেশ ছেড়ে যাওয়ার পর রেজা শাহ আর  ইরানে ফিরে আসতে পারেননি। মিশর, মরক্কো, মেক্সিকো থেকে বাহামাসহ নানা দ্বীপ দেশে বাস করে শেষ পর্যন্ত মারা যান মিশরে। এমনকি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অনেক দেশ তার যথাযথ চিকিৎসা সেবা দিতেও রাজি ছিলো না।

উগান্ডার স্বৈরশাসক ইদি আমিন ১৯৭৯ সালে পালিয়ে এসেছিলেন সৌদি আরবে। ২০০৩ সালের আগস্টে সেখানে তার মৃত্যু হয়।  আরব বসন্তের সময়  ২০১১ সালে তিউনিসিয়া থেকে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছিলেন বেন আলী। তিউনিসিয়ায় বিক্ষোভকারীদের হত্যা, মানিলন্ডারিং ও মাদক পাচারের অভিযোগে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। দণ্ড মাথায় নিয়ে ২০১৯ সালে সৌদি আরবে মৃত্যু হয় তিউনিসিয়ার স্বৈরশাসক বেন আলীর।

মাত্র তিন বছর আগে ২০১৪ সালে দেশ ছেড়ে পালিয়ে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি। তালেবানদের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের মুখে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সাথে সাথে আশরাফ গানি হেলিকপ্টার নিয়ে আরব আমিরাতে পালিয়ে যান। যুক্তরাষ্ট্রের সেনারা তার নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ব্যবস্থা পর্যন্ত নেয়নি। এখন আশরাফ গানি কোনো আলোচনাতেই নেই। তিনি আর কখনো আফগানিস্তানে ফিরে আসবেন এমন কল্পনাও করা যায় না।

স্বৈরশাসকরা দেশ ছাড়ার পর দেশে ফিরে আসার কথা আর কখনো ভাবেন না। তারা জানেন, এর পরিণতি কী হতে পারে। এমনকি তাদের পরবর্তী প্রজন্ম দেশে ফিরে রাজনীতিতে জড়াননি। একমাত্র ব্যতিক্রম দেখা যাচ্ছে ফিলিপাইনের ফার্ডিনান্ড মার্কোসের পুত্রের ক্ষেত্রে। স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোস গণঅভ্যুত্থানের মুখে ১৯৮৬ সালে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। ১৯৮৯ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার পুত্র বংবং মর্কোস ফিলিপাইনের রাজনীতিতে আবার ফিরে এসেছেন।

শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানও ছিলেন একজন স্বৈরশাসক। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণে তার আকাশচুম্বি জনপ্রিয়তা থাকার পরও ১৯৭৩ সালে দেশের প্রথম পার্লামেন্টে নির্বাচনে তিনি বিরোধী দলের অস্তিত্ব মেনে নেননি। স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচনটি ছিলো ভোট ডাকাতির নির্বাচন। এরপর তিনি একদলীয় শাসন কায়েম করেন। প্রধানমন্ত্রী থেকে নিজে প্রেসিডেন্ট হয়ে উঠেন। শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসন কায়েমের পেছনে তখনও ভারত এবং রাশিয়ার জোরালো সমর্থন ছিলো। একদলীয় শাসন কায়েমের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করেন শেখ মুজিবুর রহমান। এর অনিবার্য পরিণতি হিসেবে সেনা অভ্যুত্থানে তিনি ও তার পরিবারের অধিকাংশ সদস্য মৃত্যুবরণ করেন।

পিতার মৃত্যুর সময় শেখ হাসিনা ছিলেন তৎকালীন পশ্চিম জার্মানিতে। এরপর তিনি চলে আসেন দিল্লিতে। থাকেন ভারত সরকারের আশ্রয়ে। শেখ হাসিনা তার পিতার মৃত্যুর পর দলকে পুনর্গঠিত করার জন্য ঝুঁকি নিয়ে দেশে ফেরেননি। সে সময় আওয়ামী লীগ নানাভাবে বিভক্ত ছিলো। শেখ হাসিনা দেশে ফেরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগ্রহে, ১৯৮১ সালের ১৭ মে। তিনি দেশে ফেরার ১৩ দিনের মাথায় সেনা অভ্যুত্থানে মারা যান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান শুধু শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেননি, বরং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার পথ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান না চাইলে শেখ হাসিনা সে সময় দেশে ফিরতেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। সত্যিকার অর্থে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে ছিলেন আগ্রহী। জিয়াউর রহমানের সময় ১৯৭৯ সালের পার্লামেন্টে এর প্রতিফলন ঘটেছিলো।

জিয়াউর রহমানের মৃত্যুর পর জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ বন্দুকের নলের মুখে রক্তপাতহীন এক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন। তিনি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওপর খড়গহস্ত হন। বিএনপি নেতাদের ভাগিয়ে গঠন করেন জাতীয় পার্টি। অপরদিকে, শেখ হাসিনার আওয়ামী লীগ হয়ে উঠে জেনারেল এরশাদের রাজনৈতিক সহযোগী।

প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিএনপির হাল ধরেন জিয়াউর রহমানের বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়া। এরশাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা শেখ হাসিনার মধ্যে গণতান্ত্রিক রাজনীতির পরিবর্তে ষড়যন্ত্রমূলক সুবিধাবাদী রাজনীতির চরিত্র দেখতে পাই। সেনাশাসক এরশাদের ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনা তাকে স্বাগত জানান এবং নিজে গণমাধ্যমে সাক্ষাৎকারে জানান, এরশাদের ক্ষমতা গ্রহণে তিনি অখুশী নন। তার সেই বিখ্যাত উক্তিটি ছিলো ‘আই অ্যাম নট আন হ্যাপি।’

এরশাদের আট বছরের স্বৈরশাসনে শেখ হাসিনার দল প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে তার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছেন। দল পরিচালনায় জেনারেল এরশাদের কাছ নানা সুবিধা নিয়েছেন। এমনকি এরশাদের সাথে লং ড্রাইভেও যেতেন হাসিনা।

বেগম খালেদা জিয়া যখন আপোসহীনভাবে এরশাদবিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন। শেখ হাসিনা তখন ছিলেন জেনারেল এরশাদের পার্লামেন্টে। এরশাদের দলের সাথে শেখ হাসিনার এই মৈত্রীর সর্ম্পক তার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত বহাল ছিলো। এরশাদের দল জাতীয় পার্টি শেখ হাসিনার গণহত্যার সহযোগী। যদিও জাতীয় পার্টি এখন তার অতীত মুছে ফেলার চেষ্টা করছে।

শেখ হাসিনার পালিয়ে যাওয়ার রাজনীতি আমরা আরেকবার দেখি ২০০৭ সালে ওয়ান ইলেভেনের পর। তৎকালীন সেনাসমর্থিত সরকার রাজনীতি থেকে দুই নেত্রীকে মাইনাস করার পরিকল্পনা গ্রহণ করে। ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে চাঁদাবাজির এক মামলায় গ্রেফতার করে সেনাসমর্থিত সরকার। এরপর ৩ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় বেগম খালেদা জিয়াকে। শেখ হাসিনা ১১ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ১১ জুন জামিনে মুক্ত হয়ে বিদেশ চলে যান। যাওয়ার আগে তিনি ছদ্মবেশী সেনা সরকারের সব কাজের বৈধতা দেয়ার প্রতিশ্রুতি দেন।

তৎকালীন সরকার এ সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়ার জন্য চাপ দেন। কিন্তু তিনি দেশ ছাড়তে অস্বীকার করেন। অবশেষে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বেগম খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে যাননি। এরপর শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর খালেদা জিয়াকে হয়রানিমূলক মামলায় কারারুদ্ধ করেন। কিন্তু শেষ হাসি হেসেছেন খালেদা জিয়াই। তিনি এখনও দেশে আছেন। হাসপাতালে অসুস্থ থেকে খালেদা জিয়া জানতে পারেন, জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

জেনারেল মইন উদ্দিন আহমেদ ও ফখরুদ্দিন আহমেদের অবৈধ সরকারকে স্বীকৃতি দেয়ার বিনিময়ে ২০০৮ সালে প্রশ্নবিদ্ধ এক নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশ ধীরে ধীরে হয়ে উঠে ভারতের নতুন ঔপনিবেশ। শেখ হাসিনার পিতার একদলীয় শাসন ব্যবস্থাকে যেভাবে ভারত ও রাশিয়া সমর্থন দিয়েছে। শেখ হাসিনার স্বৈরশাসনের প্রতিও ছিলো ভারত ও রাশিয়ার সমর্থন।

শেখ হাসিনার হাত শুধু ছাত্র-জনতার রক্তে রঞ্জিত নয়, ভারতের স্বার্থে এ দেশের স্বাধীনচেতা রাজনীতিবিদদের তিনি প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করেছেন। নিয়তির নির্মম পরিহাস হচ্ছে, মানবতাবিরোধী অপরাধে আজ তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। ছাত্র-জনতার হত্যার তদন্ত করতে এখন বাংলাদেশে আসছে জাতিসংঘের প্রতিনিধিরা। হয়তো শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে।

শেখ হাসিনা তার পিতার পথ অনুসরণ করে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেন। বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখতে কখনো রাতের ভোট, কখনো ডামি ভোট করে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করেছেন। তিনি এজন্য পুরোপুরিভাবে ছিলেন ভারতের ওপর নির্ভরশীল। কিন্তু শেখ হাসিনা কখনো জনগণের ম্যান্ডেটের প্রয়োজন বোধ করেননি। তাদের মুখোমুখি হননি। শেখ হাসিনা আর কখনোই জনগণের মুখোমুখি হতে পারবেন না।

শেখ হাসিনা যদি দেশ ও দলের প্রতি দায়িত্ব বোধ করতেন তাহলে নতুন নির্বাচনের ঘোষণা দিয়ে পদত্যাগ করতেন। আন্দোলনের মুখে ৯৬ সালে বেগম খালেদা জিয়া পদত্যাগ করেছিলেন। বিরোধী দলের দাবি মেনে নিয়ে সংবিধান সংশোধন করেছিলেন। তিনি জনগণের মুখোমুখি হয়েছিলেন। নির্বাচনে বিজয়ী হয়ে বিরোধী দলের আসনে বসেছিলেন। কিন্তু শেখ হাসিনার সে সাহস ছিলো না। কারণ তার হাতে লেগে আছে বহু মানুষের রক্তের দাগ।

শেখ হাসিনা জানতেন দেশের মানুষ কৃতকর্মের জন্য তাকে কতটা ঘৃণা করে। তিনিও বিক্ষুদ্ধ মানুষকে শত্রু বিবেচনা করেছেন। পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত  দমন পীড়ন ও হত্যাকাণ্ডের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা করেছেন। তার নির্দেশে অন্তত আটশ মানুষকে হত্যা, দশ হাজার মানুষক আহত ও চারশ মানুষকে অন্ধ করে ফেলা হয়েছে। এমনকি হাসিনার পুলিশ নিহত মানুষের লাশ পুড়িয়ে ফেলার মতো নৃশংসতা দেখিয়েছে।

শেষ পর্যন্ত তিনি দেশের মানুষের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহারের চেষ্টা করেন।  হাসিনা যদি পালিয়ে না যেতেন, গণভবনে তার পরিণতি হতে পারতো লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফির মতো। প্রকৃতপক্ষে সেনাবাহিনীর তড়িৎ সিদ্ধান্তে তিনি প্রাণে বেচেঁছেন।

দেশের মানুষ তো বটে, তার দলের নেতাকর্মীদের মুখোমুখি হওয়ার মতো সাহস আর শেখ হাসিনার নেই। শেষ পর্যন্ত তিনি দলের নেতাকর্মীদের জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে চেষ্টা করেছেন গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির।  তিনি শুধু নৃশংস শাসক ছিলেন না একই সাথে ছিলেন ভীরু, পলায়নপর ও লোভী রাজনীতিক। প্রতিহিংসা চরিতার্থ করা ছিলো তার রাজনীতির লক্ষ্য। বিশ্বের অন্য স্বৈরশাসকদের পরিণতি থেকে তার পরিণতি ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভবনা নেই। তার শেষ আশ্রয়স্থল ভারত। এমনকি পশ্চিমা বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ তাকে আশ্রয় দেবে- এমনটি বিশ্বস করার কোনো কারণ নেই।

ঊষার আলো-এসএ