UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসিনার দাম্ভিকতাই তার পতনের কারণ : খুলনায় গোলাম পরওয়ার

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক নিয়ে গোলাম পরোয়ার বলেছেন, হেলিকপ্টার থেকে গুলি, মৃত মানুষকে পুড়িয়ে মারাসহ নানা অত্যাচারে-নির্যাতনে আল্লাহর আরশ কেপেছে, মানুষের মন কেঁদেছে কিন্তু শেখ হাসিনার হৃদয় কাঁপেনি। বরং কোটা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদেরকে রাজাকার বলে শেখ হাসিনা দাম্ভিকতা দেখিয়েছেন। হাসিনার সেই দাম্ভিকতাই তার পতনের কারণ হলো।
তিনি আজ বুধবার(৫ ফেব্রুয়ারি) সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ গ্রন্থের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিত্বে এবং খুলনা মহানগর সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাইন, খুলনার পাইকগাছার শহীদ রকিবুল হাসানের পিতা গাজী রফিকুল ইসলাম, শহীদ আলিফ আহমেদের পিতা বুলবুল কবির, নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি মাওলানা আব্দুর রহীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেন, সাতক্ষীরা জেলা যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রনি, খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি আরাবাত হোসেন মিলন, কুয়েটার ছাত্র প্রতিনিধি ওমর ফারুক, খুবির ছাত্র প্রতিনিধি তাসনিহ আহমেদ প্রমুখ।
উদ্বোধনী বক্তৃতায় জামায়তের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদরা কোন দলের নয়, তারা জাতীয় সম্পদ, জাতীয় বীর।
দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা গ্রন্থ সম্পর্কে তিনি বলেন, ২৩টি গ্রুপে বিভক্ত হয়ে জামায়াতের টিম সকল শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে ৭১৭ জনের তথ্য সম্বলিত আড়াই হাজার পৃষ্ঠার এই ১০ খন্ডের বই প্রকাশ করেছে। এখনো তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। আরও ৯৩ জনের তথ্য নিয়ে বই সংকলনের কাজ চলছে। যতক্ষণ তথ্য আসবে শহীদদের সংকলন ততক্ষণ চলতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।