UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১ হাজার ৭০০ বছরের প্রাচীন সোনার আংটি

ঊষার আলো
জুলাই ২, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এক কথায় বলা যায় আশ্চর্য সুন্দর! একটি সোনার আংটি ও তার মধ্যে বসানো বহুমূল্য নিকোলো স্টোন। আর সেই পাথরে কিউপিড-এর পোট্রেট। তির ও ধনুক হাতে অপূর্ব সুন্দর সেই বালক। ভালোবাসার দেবতা। ব্রিটেনের হ্যাম্পশায়ার কাউন্টির ট্যাঙ্গলে গ্রামে মাটির নিচে পাওয়া গেলো কিউপিডের পোট্রেট করা ১ হাজার ৭০০ বছরের প্রাচীন সোনার এক আংটি।

গ্রিক পুরাণ অনুযায়ী কিউপিড হল কামঘন প্রেম ও যৌন উত্তেজনার দেবতা, শুক্রের পুত্র। গ্রিক ভাষাতে কিউপিডকে বলা হয় Eros। বলা হয়ে থাকে কিউপিডের হাতে থাকা তির কোনও নারীকে বিদ্ধ করলে, সে একদম পাগলের মতো কিউপিডের প্রেমে পড়ে যায়। ট্যাঙ্গলে গ্রামের একটি বাগানে মাটির নিচ থেকে পাওয়া যায় রোমান যুগের কিউপিড আঙটিটি। গবেষকরা বলেন, এ সোনার আংটি চতুর্থ শতাব্দীর।

সম্প্রতি আংটিটি পাওয়ার পর থেকে গবেষকরা এতদিন পরীক্ষা করে দেখছিলেন আংটিটির প্রাচীনত্ব। আংটির পাথরে খোদাই করা কিউপিডের পোট্রেট দেখে তারা একেবারে মুগ্ধ। তারা জানান, আংটিটি কোনও রোমান শাসকের ছিল।

(ঊষার আলো-এফএসপি)