UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১২-১৭ বছরের শিক্ষার্থীদের দ্রুত ফাইজারের টিকা দেওয়া হবে-স্বাস্থ্যমন্ত্রী

usharalodesk
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদেরকে খুব দ্রুত ফাইজারের টিকা দেওয়া হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর ভবনে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ১২-১৭ বছরের স্কুল-কলেজের শিক্ষার্থীদের খুব দ্রুত ফাইজারের টিকা দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আছে বলেই খোলা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

জাহিদ মালেক জানান, ‘বাংলাদেশসহ পৃথিবীর ৮টি দেশকে লাল তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য। ওখান থেকে আমাদের দেশের নামটি এখন বাদ দিয়েছে দেশটি। এ পর্যন্ত আমরা আড়াই কোটি মানুষকে টিকা দিয়েছি। আমরা ডাব্লিউএইচও’র সাথে আরও ১০ কোটি টিকা নেওয়ার জন্য চুক্তি করেছি।’

তিনি আরও বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে নাই বলেই সোমালিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতা হারিয়েছে। থাইল্যান্ডের সরকার প্রধানেরও অবস্থা এখন শোচনীয়।

(ঊষার আলো-আরএম)