ঊষার আলো ডেস্ক : আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।
গণভবন থেকে এনইসি সম্মেলন কক্ষের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান।
পরিকল্পনামন্ত্রী জানান, ২০২২-২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার মূল এডিপির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর সাথে স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে নয় হাজার ৯৩৭ কোটি টাকা। সব মিলিয়ে আগামী অর্থবছরের এডিপি’র আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। এ হিসেবে আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট চলতি সংশোধিত এডিপির চেয়ে ১৭ শতাংশ বেশি।
তিনি আরও বলেন, এই উন্নয়ন বাজেটের মধ্যে সরকারি তহবিল থেকে ১ লাখ ৬০ হাজার ১৭০ কোটি টাকা ও প্রকল্প সাহায্য থেকে ৯৫ হাজার ৮৩৩ কোটি টাকা পাওয়া যাবে।
এই মোট হিসাব থেকে সংস্থার নিজস্ব তহবিল থেকে নয় হাজার ৯৩৭ কোটি টাকা পাওয়া যাবে। এ হিসাবে আগামী অর্থবছরের এডিপি’র আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা।
কোন খাতে কত বরাদ্দ-
১. পরিবহন ও যোগাযোগ: সর্বোচ্চ ৭০ হাজার ৬৯৫ কোটি ৫২ লাখ টাকা। যা মোট বরাদ্দের প্রায় ২৯ শতাংশ।
২. বিদ্যুৎ ও জ্বালানি: দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ হাজার ৪১২ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৬ শতাংশ।
৩. শিক্ষা: তৃতীয় সর্বোচ্চ ২৯ হাজার ৮১ কোটি টাকা ৩৮ লাখ টাকা, মোট বরাদ্দের প্রায় ১২ শতাংশ।
৪. গৃহায়ন ও গণপূর্ত: ২৪ হাজার ৪৯৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের প্রায় ১০ শতাংশ।
৫. স্বাস্থ্য: প্রায় ১৯ হাজার ২৭৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের প্রায় ৮ শতাংশ।
৬. স্থানীয় সরকার: ১৬ হাজার ৪৬৫ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৬ দশমিক ৬৯ শতাংশ।
৭. কৃষি: ১০ হাজার ১৪৩ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৪ দশমিক ১২ শতাংশ।
৮. পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ: ৯ হাজার ৮৫৯ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৪ শতাংশ।
৯. শিল্প: ৫ হাজার ৪০৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ২ দশমিক ২০ শতাংশ।
১০. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি: ৪ হাজার ১৬৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের এক দশমিক ৭০ শতাংশ।
(ঊষার আলো-এফএসপি)