UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৫০০ নিবন্ধনধারীকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

pial
জুন ১, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ১৩ তম নিবন্ধনধারী মোট ২৫০০ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি ফাতেমা নজীব সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ বুধবার (০১ মে) এই রায় দেন।

রায়ের বিষয়টি জানিয়েছেন, রিটের পক্ষে অন্যতম আইনজীবী, এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া।

তিনি জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম ‘এনটিআরসি’ পরিচালনা করে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে নিয়োগ করার জন্য এনটিআরসিএ ২০১৬ সালে ১৩তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিবন্ধন পরীক্ষায় তিন ধাপে প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে মোট ১৭ হাজার ২৫৪ জন উত্তীর্ণ হলেও এনটিআরসিএ তাদের সবাইকে নিয়োগ দেয়নি। তার মধ্যে নিয়োগ বঞ্চিত ২২০৭ জন্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন।
এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধন প্রাপ্ত ২৫০০ নিবন্ধিতদের নিয়োগে পৃথক মোট ৯টি রিটের চূড়ান্ত শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করলো হাইকোর্ট।

তিনি জানান, রিটকারীগণের মধ্যে আছেন ওয়ালিউল্লাহ, তৌহিদুর রহমান, বুলবুল আহমেদ, মোখলেছুর রহমান, মো. আনিছুর রহমান, মোছা. ইসরাত শারমিন, প্রদিপ কুমার পাহলান, রহিমা খাতুন, আব্দুল জলিল ও মোছা. শামীমা খাতুনসহ মোট ২৫০০ জন।

রিট আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন এডভোকেট এম মনিরুজ্জামান আসাদ, এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া এবং এডভোকেট ফারুক হোসেন।

(ঊষার আলো-এফএসপি)