UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অগ্নিকান্ডে পিতা-পুত্রের বসতঘর পুড়ে ছাই

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৯নং ওয়ার্ডের শিববাটীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ধারণা করছে ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে শিববাটী গ্রামের বাসিন্দা আকবর গাজী ও তার ছেলে শরিফুল ইসলামের বসতঘর এবং রান্না ঘর সহ দুটি পরিবারের বসতবাড়ি এবং বাড়ির সমস্ত মালামাল পুড়ে যায়।স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কোন কিছু রক্ষা করতে পারিনি।
ভয়াবহ এ অগ্নিকান্ডে গৃহহীন হয়ে গেছে দুটি পরিবার। প্রশাসন সহ সমাজের বিত্তবানদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।