UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অজয়ের ৫০ কোটির সিনেমার আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে!

pial
ডিসেম্বর ১১, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চলতি বছর বলিউডের বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। গত ১৮ নভেম্বর মুক্তি পায় অজয় দেবগনের ‘দৃশ্যম-টু’ সিনেমা। ভারত জুড়ে মোট তিন হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে এটি। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে বলিউডের বক্স অফিসে কিছুটা স্বস্তি ফিরেছে। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি শত কোটির ক্লাব পেরিয়ে যায়, আর তৃতীয় সপ্তাহে সিনেমাটির আয় দুই’শ কোটির ক্লাব পেরিয়ে গেলো।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ‘দৃশ্যম টু’ সিনেমা মুক্তির পরেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। অবশেষে সিনেমাটি দুই’শ কোটির ক্লাব পেরিয়ে গেলো। এর আগে একই সময়ে ‘গোলমাল এগেইন’ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘তানহাজি: দ্য আন সাং ওয়ারিয়র’ সিনেমা বক্স অফিসে দুই’শ কোটি রুপি আয় করেছিল। ২৩তম দিনে ‘দৃশ্যম টু’ আয় করেছে ৪.৬৫ কোটি রুপি, আর যার মোট আয় দাঁড়িয়েছে ২০১.৬৭ কোটি রুপি।

এ সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত আছেন। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে মোট ৫০ কোটি রুপি।

(ঊষার আলো-এফএসপি)