UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিষেক-ঐশ্বরিয়ার সাক্ষাৎ

usharalodesk
ডিসেম্বর ২, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন বিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়া চলছে বলে ধারণা নেটিজেনদের। এর মধ্যেই কন্যার জন্মদিন পালন করেন ঐশ্বরিয়া। সেই জন্মদিনের অনুষ্ঠান উদযাপনের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী। কোথাও দেখা যায়নি জুনিয়র বচ্চনকে। নেটিজেনরা ধরেই নিয়েছিলেন— সত্যিই বিচ্ছেদ হচ্ছে বচ্চন দম্পতির।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিষেককন্যার আরাধ্যার জন্মদিনের উদযাপনের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া। কোথাও দেখা যায়নি জুনিয়র বচ্চনকে। নেটিজেনরা ধরেই নিয়েছিলেন— সত্যিই বিচ্ছেদ হচ্ছে বচ্চন দম্পতির। অনেকেই অভিষেককে কটাক্ষ করে বলেছিলেন—মেয়েটার জন্মদিনেও থাকতে পারলেন না? কিন্তু ঘটনা হলো উল্টো— সেদিন নাকি মেয়ের জন্মদিনের উদযাপনে সশরীরে উপস্থিত ছিলেন অভিনেতা অভিষেক বচ্চন। জন্মদিনের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার শেয়ার করে নেওয়া ভিডিওতে ধরা পড়লেন অভিনেতা। এ ভিডিতেই সব জল্পনায় পানি ঢেলে দিয়েছে। নেটিজেনদের প্রশ্ন— ভালোই তো আছেন বচ্চন দম্পতি, তাহলে কেন বিচ্ছেদের এ নাটক?

গত ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করছে একটি সংস্থা। তাই সেই সংস্থাকে শুভেচ্ছাও জানিয়েছেন অভিষেক। ভিডিওতে অভিনেতা বলেছেন, ধন্যবাদ। ১৩ বছর হয়ে গেল ভাবা যায়! ১৩ বছর ধরে আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ। তোমরা আমাদের পরিবার হয়ে গেছ। এই দিনটি আমাদের ও আরাধ্যার জন্য বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।

এই ভিডিও স্পষ্ট করে দিয়েছে, আরাধ্যার জন্মদিন অর্থাৎ ১৬ নভেম্বরে একসঙ্গেই ছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া, তাহলে কি সব ঠিকই রয়েছে বচ্চন দম্পতির মধ্যে? বৃথাই জল্পনা চলছে— প্রশ্ন উঠছে নেটিজেনদের মাঝে।

ঊষার আলো-এসএ