ঊষার আলো ডেস্ক : অমিতাভ বচ্চনের বাঁ পায়ের শিরা কেটে গেছে। সম্প্রতি তার সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানের শুটিং সেটে এই দুর্ঘটনা ঘটে। এরপর দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ রোববার (২৩ অক্টোবর) অমিতাভ তার ব্যক্তিগত ব্লগে এ দুর্ঘটনার কথা জানিয়েছেন। তাতে এ বরেণ্য অভিনেতা বলেন—‘কেবিসি’র সেটে একটি ধারালো ধাতুতে পায়ের শিরা কেটে যায়; সাথে সাথে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। তারপর সহকর্মীদের সাহায্যে কোনো রকমে হাসপাতালে গিয়ে পৌঁছাই, পায়ে সেলাই পড়েছে।’ দুর্ঘটনায় পড়ার ফলে বন্ধ হয়ে যায়নি শুটিং। বরং হাসপাতাল থেকে ফিরে শুটিং করেন বলেও জানান এই বলিউড অভিনেতা ।
তবে তার পায়ের ক্ষত এখনো সেরে উঠেনি। ডাক্তারের পরামর্শ মেনে চলার চেষ্টা করছেন তিনি। তা জানিয়ে অমিতাভ বচ্চন জানান, ‘পায়ে ভর দিয়ে দাঁড়ানো ও হাঁটাচলা করতে নিষেধ করেছেন ডাক্তার।’
(ঊষার আলো-এফএসপি)