UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অরুণার ওপর মেজাজ হারালেন পরীমনি

ঊষার আলো
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার আগে ছাত্র-জনতার সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন শোবিজের একদল তারকাশিল্পী। সরব ছিলেন বিগত সরকারের (শেখ হাসিনা) নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে। আবার একদল শিল্পী নীরবতার ভূমিকা পালন করেন। তারা দলীয় (আওয়ামী লীগ) ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে। খুলেছিলেন ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও।

সম্প্রতি সেই আলো আসবেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি স্ক্রিনশটে দেখা যায়, আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

এদিকে আন্দোলনকারীদের উদ্দেশে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ‘গরম জল দিলেই হবে’ কথায় ঘৃণা উগড়ে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুক পেজে পরীমনি লিখেছেন— ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু…।’

পরীমনির এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। তার পোস্টের কমেন্ট বক্সে নাসরিন পারভীন নামে এক নেটিজেন লিখেছেন— তাকে শাস্তির আওতায় আনা হোক।  তাহসান হাসিব নামে আরেক নেটিজেন লিখেছেন— ওনাকে আইনের আওতায় এনে গরম পানি দেওয়া হোক। সুজন মাহমুদ খান লিখেছেন— এ জন্যই তোমাকে ভালোবাসী পরী। জাহিদ হাসান লিখেছেন— এরা যে কবে মানুষ হবে।

ঊষার আলো-এসএ