UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘অ্যা‌ভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছবির টিজার ট্রেলার প্রকাশ্যে

pial
মে ১০, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘অ্যাভাটার’ দ্য ওয়ে অব ওয়াটার’ ছবির টিজার ট্রেলার প্রকাশ্যে এসেছে। বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর এ সিনেমাটির পরিচালনা করেছেন জেমস ক্যামেরন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর। ক্যামেরুনের অ্যাভাটার ফাঞ্চাইজির সিনেমা হবে এটি। ২০০৯ সালের মুক্তি পেয়েছিল অ্যাভাটার সিনেমাটি।

ছবিতে সুলি পরিবারের গল্প বলা হয়, তারা যেসব সমস্যায় পড়ে ও একে অপরকে নিরাপদ রাখতে তাদের চেষ্টা এবং ট্রাজেডির কথাও বলা হয়েছে।

ছবিটিতে অভিনয় করেছেন জো সালদানা, স্যাম ওর্থিংটন, সিগোর্নি ওয়েভার, স্টিফেন ল্যাং, ক্লিফ কার্টিস, জোয়েল ডেভিড মুর, সিসিএইচ পাউন্ডার, কেট উইন্সলেট, এডি ফালকো এবং জিমেইন ক্লিমেট।
উল্লেখ্য, অ্যাভাটার ছবির আরও তিনটি সিক্যুয়েল আসবে যথাক্রমে ২০২৪, ২০২৬ এবং ২০২৮ সালে।

(ঊষার আলো-এফএসপি)