UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি: কাজল

বিনোদন ডেস্ক
মার্চ ১৬, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দেব মুখার্জি সম্পর্কে অভিনেত্রী কাজলের কাকা। তবে কাজলের সঙ্গে তার কিছু ভিডিও ঘিরে একটা সময় বিতর্কও তৈরি হয়েছিল নেটপাড়ায়। নিন্দুকদের দাবি ছিল— দেব মুখার্জি সব নারীকেই অতিরিক্ত স্পর্শ করে কথা বলেন।

অভিনেত্রী রানি মুখার্জি ও কাজলের দুর্গাপূজায় মধ্যমণি হয়ে থাকতেন দেব মুখার্জি। শুক্রবার প্রয়াত হয়েছেন তিনি। মুখার্জিবাড়ির পূজায় অতিথিদের স্বাগত জানাতে দেখা যেত তাকে। কাজল ও রানির ছায়াসঙ্গী হয়ে থাকতেন দেব। কাজলের সঙ্গে তার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।

দেব মুখার্জির বয়স হয়েছিল ৮৩। ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার তার স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী কাজল। সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টে অভিনেত্রী লিখলেন— প্রত্যেক দুর্গাপূজায় আমরা একসঙ্গে ছবি তুলতাম। সাজগোজ করে সেই সময় আমাদের সবাইকেই দেখতে সুন্দর লাগে। ওকে ছাড়া এই পৃথিবী কল্পনাই করতে পারছি না। আমার চেনা অন্যতম সেরা পুরুষ ছিলে তুমি। তোমার আত্মার শান্তি কামনা করি। তোমাকে আমরা ভালোবেসে যাব। তোমাকে মনে রাখব। প্রতি দিন তোমাকে আমাদের মনে পড়বে।

কাজল লেখেন—কাউকে খুব ভালোবাসলে পুরস্কার হিসাবে আমরা শোক পাই। এই শোক কখনই মুছে যাবে না। শুধু সময়ের সঙ্গে আমরা শোকের সঙ্গে সহাবস্থান করতে শিখে যাই।

দেবের শেষকৃত্যে উপস্থিত ছিলেন অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাট, হৃতিক রোশন, সেলিম খান, করণ জোহর, অনিল কাপুর, ললিত পণ্ডিত, কিরণ রাও, জয়া বচ্চনসহ বলিউডের আরও অনেকেই।

ঊষার আলো-এসএ