UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আমার বিনোদিনী ইতিহাস গড়ল: দেব

usharalodesk
জানুয়ারি ১, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: নতুন বছরে নতুন রূপে আরও একটি সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন টালিউডের পাওয়ার কাপল জুটি অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও অভিনেতা দেব। বড়পর্দায় নটী বিনোদিনীর জীবনী নিয়ে দেব-রুক্মিণী মৈত্র অভিনীত সিনেমা বক্স অফিসে মুক্তি পেতে চলেছে।  আগামী ২৩ জানুয়ারি ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এটি প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড এবং পরিচালনায় আছেন রাম কমল মুখার্জি।

এরপরই এ সুখবর প্রকাশ্যে আসতেই রুক্মিণী সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে লিখেছেন— অনেক ধন্যবাদ। আমি খুশি যে আমি আমার কথা রাখতে পেরেছি। আমি দিদির (মমতার) কাছে কৃতজ্ঞ যে উনি এটা করতে রাজি হয়েছেন। আমি ওর কাছে চিরঋণী হয়ে থাকব।

রুক্মিণী মৈত্রের এই টুইট রিটুইট করেন অভিনেতা দেব। প্রেমিকার গর্বে গর্বিত অভিনেতা তার প্রশংসা করে লিখেছেন—খুব গর্বিত তোমায় নিয়ে এটা করতে পারার জন্য। তুমি আমাদের সবাইকে গর্বিত করেছ। আমার বিনোদিনী ইতিহাস গড়ল।

এদিন দেবের এই টুইট আবার রিটুইট করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তিনি তার পোস্টে লিখেছেন—ধন্যবাদ দেব আমার ওপর সবসময় বিশ্বাস রাখার জন্য।

ঊষার আলো-এসএ