UsharAlo logo
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আরিয়ানকে দেখতে কারাগারে গেলেন শাহরুখ

ঊষার আলো
অক্টোবর ২১, ২০২১ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক ঃ মাদক-মামলায় জেলখানায় বন্দি ছেলে আরিয়ানের সাথে দেখা করতে গেলেন ‘বলিউডের বাদশা’ শাহরুখ খান। গ্রেফতারের পর এই প্রথম ছেলের সঙ্গে জেলে গিয়ে দেখা করলেন শাহরুখ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টায় আর্থার রোডস্থ জেলে যান শাহরুখ। সঙ্গে ছিলেন আইনজীবীর একটি দল। এসময় ছেলের সাথে ১৫ মিনিটের সাক্ষাত সেরে জেল থেকে বেরিয়ে যান শাহরুখ।

জেল থেকে বেরিয়ে শাহরুখ গণমাধ্যমের কাছে কিছু বলেননি। দেহরক্ষীরা শাহরুখকে দ্রুত গাড়িতে তুলে দিলে জেলচত্বর ছেড়ে যান তিনি। গত ২ অক্টোবর একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ ৮ জন মাদক মামলায় গ্রেফতার হন। ৩ তারিখ থেকেই মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর হেফাজতে থাকে আরিয়ানরা। এরপর ৮ অক্টোবর আদালতে হাজির করা হলে আরিয়ানকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়।

 

(ঊ/আ-আরএম)