UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আল্লু অর্জুনের বাড়িতে বিক্ষোভ, ভক্তদের শান্ত থাকার অনুরোধ অভিনেতার

usharalodesk
ডিসেম্বর ২৩, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: একদিকে বাড়ছে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বক্স অফিস সংগ্রহ। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে ছবির নায়ক আল্লু অর্জুনকে ঘিরে বিতর্ক ও বিক্ষোভ। পরিস্থিতি এমনই যে এখন দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টারের সঙ্গে জড়িয়ে গেছে রাজনৈতিক বিতণ্ডাও।

রোববার (২২ ডিসেম্বর) আল্লু অর্জুনের হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ করে একদল মানুষ পাথর ছুড়েছেন। চিকিৎসাধীন কিশোর শ্রী তেজের জন্য বিচারের দাবিতে তারা ব্যানার ও পোস্টার নিয়ে জড়ো হয়েছিলেন। অল্লুর প্রাসাদোপম বাড়ির সামনে তার জবাবদিহি চেয়ে স্লোগান দিতে থাকেন। সেখান থেকেই কাউকে কাউকে পাথর ছুড়তে দেখা গেছে। ভাঙচুর করা হয়েছে বাড়ির সামনে থাকা কিছু ফুলগাছের টবও। আবার অভিনেতার বিক্ষোভ করে এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন তারা।

আল্লু অর্জুন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন। এ অভিনেতা লিখেছেন— আমি আমার সব ভক্তকে অনুরোধ জানাব, তারা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন। যেমন তারা সব সময়ই করে থাকেন এবং অনলাইন বা অফলাইনে কোনো অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকেন।

শুধু তাই নয়, হুঁশিয়ারি দিয়ে অভিনেতা জানিয়েছেন, কোনো ভুয়া প্রোফাইল থেকে তার ভক্ত সেজে যদি কেউ এমন কোনো কাজ করেন, তা হলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন তিনি। নিজের ভক্তদের উদ্দেশে তার অনুরোধ— এ ধরনের কোনো পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। তার নাবালক পুত্রও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

সম্প্রতি জানা গেছে, চিকিৎসকরা আশঙ্কা করছেন ওই কিশোরের মস্তিষ্কের মৃত্যু ঘটেছে ইতোমধ্যে। এ ঘটনায় এর আগেই গ্রেফতার করা হয়েছিল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। যদিও পরের দিনই তিনি জামিনে ছাড়া পান। হাত জোড় করে অভিনেতা জানিয়েছিলেন, তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশেই আছেন। প্রয়োজনে গুরুতর আহত কিশোরের চিকিৎসার সব দায়ভার নিতেও প্রস্তুত।

এরই মধ্যে গত শনিবার আল্লু দাবি করেন, ওই ঘটনা নিয়ে একাধিক ভুল খবর ছড়িয়েছে। বিষয়টিকে ‘অপমানজনক’ বলেও উল্লেখ করেছেন অভিনেতা। তিনি বলেন, বহু ভুল খবর চারদিকে ছড়াচ্ছে। কোনো বিভাগ বা রাজনীতিক— আমি কাউকে দোষ দিতে চাই না। কিন্তু এটা অপমানজনক। মনে হচ্ছে, যেন চরিত্রহনন করা হচ্ছে।

সেদিনই তেলেঙ্গানা বিধানসভায় ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) বিধায়ক ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসির ভাই আকবরউদ্দিন ওয়েইসি বলেন, আমার কাছে যা খবর আছে, সেই তথ্য অনুসারে— যখন ওই অভিনেতা পদদলিত হওয়া এবং তাতে একজনের মৃত্যুর কথা শুনেছিলেন, তখন তিনি বলেছিলেন—এবার সিনেমাটা হিট হবে।

ঊষার আলো-এসএ