UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে অভিনেতা বিবেক

ঊষার আলো
এপ্রিল ১৭, ২০২১ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন জনপ্রিয় তামিল অভিনেতা বিবেক। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ।
উল্লেখ্য, গতকাল ওমানদুরার সরাকরি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। শুক্রবার সকালে বুকে ব্যাথা অনুভব করেন তিনি। হার্ট অ্যাটাক হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতার ব্যক্তিগত জনসংযোগ কতৃপক্ষ জানিয়েছে, সকালে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন বিবেক। জ্ঞান ফিরে বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসকেরা তার শরীরে অ্যানজিওগ্রাম করবে।
বৃহস্পতিবারই বেসরকারি হাসপাতালের বদলে সরকারি হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়ে অনুরাগীদের কাছে প্রশংসা কুড়ান এই অভিনেতা। ভ্যাকসিন নিয়ে সংবাদমাধ্যমকে বলেন, ভ্যাকসিন নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। কভিড-১৯ ভ্যাকসিন নেওয়া যে সুরক্ষিত তা বোঝাতেই আমি এই টিকা নিলাম। হাসপাতালের দরজা সবার জন্য খোলা, সেই বার্তা পৌঁছে দিতেই এখানে আসা। একইসাথে সকলকে কভিড বিধি মেনে চলার অনুরোধ করেন এই অভিনেতা।

(ঊষার আলো- এম.এইচ)