UsharAlo logo
সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গণমাধ্যমের ঈদের পরই শৃঙ্খলা আনা হবে: তথ্যমন্ত্রী

usharalodesk
মে ১২, ২০২১ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কোনো গণমাধ্যমে প্রতিষ্ঠান নিয়োগ দেবে অথচ সাংবাদিকদের বেতন-ভাতা দেওয়া হবে না এমনটি চলতে পারে না বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সংবাদকর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করতে ঈদের পরই গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলায় আনার কাজ শুরু হবে বলেও জানিয়েছে তথ্যমন্ত্রী।
আজ ১২ মে বুধবার সাড়ে ১১টায় রাজধানীর কাকরাইলে প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক প্রদান অনুষ্ঠান তথ্যমন্ত্রী এ কথা বলেছেন।
তথ্যমন্ত্রী বলেন, সংবাদকর্মীর নিরাপত্তায়, সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ইনস্যুরেন্স বাধ্যতামূলক করা হবে।
এ সময়ে মন্ত্রী বলেন, যেসব মিডিয়া হাউসে বেতন-ভাতা দেয়া হবে না, অকারণে সংবাদকর্মীকে চাকরিচ্যুত করা হবে সেসব গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারি সুযোগ-সুবিধা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

(ঊষার আলো- এম.এইচ)