UsharAlo logo
শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে পূর্বাভাসে ‘তাণ্ডব’ শুরু: শাকিব খান

বিনোদন ডেস্ক
মে ২১, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন জগতের ঢালিউডের কিং শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ কোরবানির ঈদে হলে  মুক্তি পাচ্ছে । ইতোমধ্যে সিনেমাটির পোস্টার এবং দেড় মিনিটের একটি ট্রেলার সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেই ট্রেলার শাকিবভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে বেশ আলোচনা-সমালোচনা।

এদিকে শাকিব খান একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ‘তাণ্ডব’বের অ্যাকশন অবতারে ধরা দিয়ে। হাতে জ্বলন্ত সিগারেট, পরনে শার্ট। চোখে-মুখে আগুনের ছাপ স্পষ্ট।

‘তাণ্ডব’ সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। যেখানে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও বাংলাদেশের আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড যৌথভাবে প্রযোজনার দায়িত্বে রয়েছে। এ সিনেমাটি পরিচালনা করেছেন দেশের স্বনামধন্য পরিচালক রায়হান রাফী।

সামাজিক মাধ্যমে পোস্টার শেয়ার করে ক্যাপশনে শাকিব খান লিখেছেন—পূর্বাভাসে তাণ্ডব শুরু। এরপরেই শাকিবভক্ত থেকে শুরু করে নেটিজেনরা কমেন্ট বক্সে ‘তাণ্ডব’বের অ্যাকশন অবতারের প্রশংসা করেছেন ।

একজন নেটিজেন লিখেছেন— আমাদের মেগাস্টার শাকিব খান বাংলা সিনেমাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছেন। এবার হবেই রেকর্ডের ‘তাণ্ডব’। আরেক নেটিজেন ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন—শাকিব খান মানে সুপারহিট ব্লকবাস্টার।

ঊষার আলো-এসএ