UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদে প্রথমবার জুটি বাঁধলেন ফারহান-তিশা

pial
এপ্রিল ২৫, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মুশফিক আর ফারহান ও তানজিন তিশাকে একসাথে কাজ করতে দেখা যায়নি। এ দুই তারকা নতুন জুটি হিসেবে ঈদে পর্দায় আসতে যাচ্ছেন।

তাদের দুইজনের জুটি বেঁধে অভিনয় উপভোগ করবেন দর্শক, এমনটাই প্রত্যাশা করছেন নির্মাতা জাকারিয়া সৌখিন।
এ নির্মাতা ফারহান ও তিশাকে নিয়ে তৈরি করেছেন ঈদের বিশেষ নাটক ‘ওয়েডিং ক্রাশ’।

প্রথমবার একসাথে কাজ করা প্রসঙ্গে অভিনেতা ফারহান জানান, ‘যেকোনো নতুন অভিজ্ঞতাই আমি উপভোগ করে থাকি। তানজিন তিশার সাথে কাজ করাটাকেও এনজয় করেছি। জাকারিয়া সৌখিন ভাই খুবই চমৎকার একটি গল্পে ‘ওয়েডিং ক্রাশ’ নাটকটি তৈরি করেছেন। আশা করছি চরিত্র ও সংলাপগুলো সবার মনে ধরবে। ’

এ নিয়ে অভিনেত্রী তিশা জানান, ‘একটি পিওর রোমান্টিক গল্পের নাটক। যার পরিণতি দর্শকের মন একেবারে ছুঁয়ে যাবে। এ নাটকটি দিয়ে প্রথমবার ফারহানের সাথে কাজ করা হলো। সে এখন খুবই ভালো কাজ করছে। আমার বিশ্বাস, দর্শক আমাদেও জুটি এবং রসায়ন পছন্দ করবেন। ’

নতুন জুটি নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘আসলে আমাদের দেশে শিল্পী সংকট আছে। কাজে নতুন জুটি মানে নতুন কেমিস্ট্রির সম্ভাবনা। এ জুটিকে যদি দর্শক গ্রহণ করেন, তবে সব নির্মাতা ও আমাদের নাটক ইন্ড্রাষ্ট্রির জন্যই ভালো। ’

(ঊষার আলো-এফএসপি)