UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উপ-সচিব হিসেবে পদোন্নতি পেলেন সাবেক ইউএনও জুলিয়া সুকায়না

pial
নভেম্বর ২, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : উপ-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন সাবেক পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

০১ নভেম্বর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্দ্ধতন নিয়োগ-১ অধিশাখার উপ-সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের সংশ্লিষ্ট এ কর্মকর্তা বর্তমানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত রয়েছেন।

তিনি ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ১৩ জুলাই পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পাইকগাছাতে কর্মরত ছিলেন। দুই বছরেরও কম সময়ে তিনি উপজেলা পরিষদ সহ অত্র এলাকায় ব্যাপক দৃষ্টিনন্দন উন্নয়ন করেন। তিনি করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রমন প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য করোনা যোদ্ধা হিসেবে খ্যাতি লাভ করেন।

এলাকার মানুষ জুলিয়া সুকায়না’র মানবিক কর্মকান্ড নিয়ে অসংখ্য কবিতা রচনা করেন। এছাড়া ক্লান্তিহীন যোদ্ধা, সুকন্যা ও লৌহ মানবী সহ নানা উপাধিতে ভূষিত হন। এদিকে উপ-সচিব হিসেবে পদোন্নতি লাভ করায় জুলিয়া সুকায়নাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ সরকার, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, উপজেলা সাংস্কৃতিক জোটের প্রধান সমন্বয়ক নিউটন রায়, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও সাবেক যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম সহ পুরাতন কর্মস্থল পাইকগাছার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

(ঊষার আলো-এফএসপি)