UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএনও হিসেবে মুহাম্মদ আল-আমিন এর যোগদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৩ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ আল-আমিন। সোমবার সকালে নবাগত এ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

মুহাম্মদ আল-আমিন শরীয়তপুর জেলার সখীপুর থানার কৃতি সন্তান। তিনি ২০১৭ সালে বিসিএস ৩৫তম ব্যাচের প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। প্রথমে তিনি সহকারী কমিশনার হিসেবে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর তিনি ফরিদপুর, পরে ফরিদপুরের ভাংগা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), পরবর্তীতে ফরিদপুর সদর, রাজস্ব সার্কেল কর্মকর্তা হিসেবে টঙ্গি এবং সবশেষে তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এদিকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ২০২১ সালের ৭ সেপ্টেম্বর থেকে অত্র উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিগত ২ বছর অত্র উপজেলায় সুনামের সহিত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করায় এলাকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী ইউএনও মমতাজ বেগম। একই ভাবে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা নিয়ে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজ খশরু শাহীন।