ঊষার আলো ডেস্ক : কয়েকদিন ধরেই বলিউডে একের পর এক তারকা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছেন। সোনু সুদের পরই এবার করোনায় আক্রান্ত হলেন আরেক বলিউড তারকা অর্জুন রামপাল। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানান অর্জুন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জনান, কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে তার।
নিজের স্বাস্থ্যের আপডেট জানিয়ে অর্জুন বলেন, এখন তিনি আইসোলেশনে আছেন ও নিভৃতবাসে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সকল বিধিনিষেধ মেনে চলছেন। গেল ১০ দিন যাঁরাই তার সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকে অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, সবাই যেন সতর্কতা অবলম্বন করেন ও নিজের প্রতি যত্নশীল হন।
অন্যদিকে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের পর ভূমি পেড়নেকারও জানিয়েছেন তার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সম্প্রতি আমির খান, পরেশ রাওয়াল, পবন কল্যাণ, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কুশল, ভূমি পেড়নেকার, কার্তিক আরিয়ান, মিলিন্দ সোমান এবং গোবিন্দের মতো তারকারা কোভিড-১৯-এ আক্রান্ত হন।
(ঊষার আলো-এফএসপি)