UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এবার বলিউডের তারকা সন্তানদের নিয়ে মন্তব্য কঙ্গনার

pial
মে ১৬, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : একের পর এক দক্ষিণী অভিনেতা বলিউডের বাজার দখল করে নিচ্ছেন।
আর এতে ক্ষতিগ্রস্ত বহু হিন্দি ছবি। গুটিকয়েক হিন্দি ছবি ছাড়া বক্স অফিসে শোরগোল ফেলেছে মূলত তামিল ও তেলুগু ছবি। আর কেন এমন হাল? কারণ খুঁজতে গিয়ে তারকাসন্তানদেরই কাঠগড়ায় দাঁড় করালেন বলিউডের আলোচিত কঙ্গনা রানাউত।

পর্দার ‘কুইন’-এর সাফ কথা, বলিউডের এ তারকাসন্তানেরা অধিকাংশই পাশ্চাত্য ঢং-য়ে উচ্চারণে অভ্যস্ত। তাদের সংলাপই বোঝা দায়। তার প্রশ্ন হল, হিন্দি ছবির সঙ্গে তা হলে দর্শকেরা একাত্ম হবেন কীভাবে?

অভিনেত্রী বলেন, ‘বলিউড তারকাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে যান। ইংরেজিতে কথাবার্তা বলেন, আর ছবিও দেখেন কেবলমাত্র হলিউডের।”
এ ধরনের নতুন প্রজন্ম হিন্দি ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় থাকলেও তাদের হিন্দি উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। বেশ খোঁচা দিয়েই বলেছেন, ‘কাঁটাচামচ দিয়ে খাবার খাওয়া এ সকল তারকাসন্তানদের (হিন্দি) উচ্চারণই তো অন্য ধরনের।’ তার প্রশ্ন হল, ‘দর্শকদের সাথে এঁদের যোগাযোগ হবে কীভাবে?’

(উষার আলো-এফএসপি)