ছেলে নাগা চৈতন্যকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আক্কিনেনি নাগার্জুন। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার পর কেমন থাকবেন নাগা?— এমন প্রশ্নই দিনরাত ভাবাচ্ছিল অভিনেতাকে। যদিও শোভিতার সঙ্গে নাগার দ্বিতীয় বিয়ের পর নিশ্চিন্ত বাবা। তবে সাবেক বউমা সামান্থাকে ছেলেকে অবসাদে ফেলে চলে যাওয়ার জন্য দোষারোপ করেন নাগার্জুন।
সামান্থার সঙ্গে অভিনেতা নাগা চৈতন্যের বিচ্ছেদের পর থেকে সামাজিক মাধ্যমে রোষের মুখে পড়তে হয় নাগাকে। বাবার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ তুলে নাগার দ্বিতীয় বিয়ের কারণ খুঁজেছেন নেটিজেনরা।
দুজনে ২০১৭ সালে সামান্থাকে বিয়ের পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। দুজনে মিলেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখনো তারা পরস্পরকে শ্রদ্ধা করেন।
কিন্তু সামাজিক মাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে সমালোচনা হয়, তাতে নিজেকে অপরাধী মনে হয় বলে সম্প্রতি জানিয়েছেন নাগা চৈতন্য। অভিনেতা সাফ জানিয়ে দেন, লোকে এমন করছেন যেন আমি কোনো দোষ করেছি।
এবার যেন ছেলের কথার রেষ টেনে নাগার্জুন বলেন, আসলে চে খুব দুঃখে ছিল। ও কারও কাছে নিজের অনুভূতি প্রকাশ করে না। বাবা হিসাবে আমি বুঝতাম। ও আসলে সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর অবসাদে ডুবে গিয়েছিল। এখন ওকে ফের খুশি দেখে নিশ্চিন্ত।
যদিও নাগার্জুনের এই মন্তব্য ভালোভাবে গ্রহণ করেননি সামান্থার অনুরাগীরা। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।
ঊষার আলো-এসএ