UsharAlo logo
শনিবার, ২০শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওজন কমিয়ে নতুন লুকে হাজির হলেন শাবনূর

usharalodesk
জুন ২৫, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

 বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত অভিনেত্রী শাবনূর ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছেন। সিনেমাটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন।

এ সিনেমাটির প্রথম লটের শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিং শুরু হওয়ার আগেই নিজেকে আমূল পরিবর্তন করে নতুন লুকে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘রঙ্গনা’। তবে সিনেমাটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে মুক্তি পায়নি। তবে দ্রুতই সিনেমাটির সুখবর পাওয়া যাবে।
পরিচালক আরাফাত জানান, বাকি অংশের কাজ শেষেই মুক্তি দেওয়া হবে ‘রঙ্গনা’।

এদিকে রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনে।

অভিনেত্রীর সেই দুইটি ছবি শেয়ার করে পরিচালক আরাফাত লিখেছেন- গল্পের প্রয়োজনে, দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে।

নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে।

গত মাসে ছবির শুটিং শেষ করে সিডনিতে গেছেন শাবনূর। শিগগিরই দেশে ফিরবেন তিনি। ঢাকায় ফিরলেই সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন।

ঊষার আলো-এসএ