UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ওমর সানী-মৌসুমীর সংসারে যোগ হলো নতুন সদস্য

usharalodesk
মার্চ ৩০, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় জুটি ওমর সানী-মৌসুমীর সংসারে যোগ হলো নতুন একজন। তাদের ছেলে ফারদিন এহসান বিয়ে করেছেন। তাছাড়াও ফাইজা নামের এক মেয়ে রয়েছে এ দম্পতির।

গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকায় একটি কনভেনশন সেন্টারে ফারদিনের শুভকাজ সম্পন্ন হয়।

পাত্রীর নাম হল সাদিয়া রহমান। কুমিল্লায় জন্ম নেওয়া কনের বেড়ে উঠা এবং পড়াশোনা সব কানাডায়।

স্বাধীন এবং সাদিয়ার বন্ধুত্ব থেকে ভালো লাগা তৈরি হয়। পরে পারিবারিকভাবেই দুজনের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পর ফেসবুকে স্ত্রীর সাথে ছবি শেয়ার করেছেন স্বাধীন। এর পর পরই নববধূর ছবি ভাইরাল হয়ে যায়।

জানা যায়, ঈদের পরই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। তাতে দু’পরিবারের সদস্যরা ছাড়াও মৌসুমী-ওমর সানীর সহশিল্পী ও নির্মাতাদেরও আমন্ত্রণ জানানো হবে।

যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনার শেষে ফারদিন নাম লেখান পরিচালনায়। তিনি ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। এতে অভিনয় করেন ওমর সানী। তাছাড়া বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

(ঊষার আলো-এফএসপি)