UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কঙ্গনা চড় খাওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত শাবানা

ঊষার আলো
জুন ৮, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দিনকয়েকের মধ্যেই এয়ারপোর্টে নিরাপত্তাকর্মীর হাতে চড় খেয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

কঙ্গনার প্রতি তার কোনো আবেগ কাজ না করলেও এমন ঘটনা সবার জন্যই আতঙ্কের বলে উল্লেখ করেছেন শাবানা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) করা এক পোস্টে শাবানা লিখেছেন, ‘কঙ্গনার প্রতি আমার কোনো দরদ নেই। তবে ‘সেই চড়’ যারা উদযাপন করছেন, আমি তাদের সঙ্গে যোগ দিতে পারছি না। যদি নিরাপত্তাকর্মীরা এভাবে নিজেদের হাতে আইন তুলে নেয়, তাহলে আমরা কেউই নিরাপদ না।’

গত মঙ্গলবার (৬ জুন) চণ্ডীগড় থেকে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে কঙ্গনাকে চড় মেরে বসেন কুলবিন্দর কৌর নামের এক সিআইএসএফ কনস্টেবল। সে ঘটনার পর কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।

সিআইএসএফ থেকে বরখাস্ত হওয়া সে কনস্টেবলকে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন বলিউডের সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি।

উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরেই নিজের বিভিন্ন উসকানিমূলক মন্তব্যের কারণে বলিউড থেকে একপ্রকার ব্রাত্য কঙ্গনা রানাউত। তার ছবি মুক্তি পেলেও সেগুলো ঠিক দর্শকের মন জয় করতে পারছে না। এরই মধ্যে এবারের লোকসভা নির্বাচনে হিমাচন প্রদেশের মান্ডি আসনে বিজেপির টিকিটে নির্বাচন করে সংসদ সদস্যও বনে গেছেন তিনি।

ঊষার আলো-এসএ