UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কন্যাকে প্রকাশ্যে আনলেন শ্রীময়ী

usharalodesk
জানুয়ারি ২, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: বছরশেষে শিশুসন্তানকে কোলে নিয়ে পেলিং ও দার্জিলিং ঘুরে এলেন দিব্যি। নতুন বছরে অবশেষে কৃষভিকে প্রকাশ্যে আনলেন অভিনেতা-সংসদ সদস্য কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। গোলাপি পশমের পোশাকে কৃষভিকে কোলে নিয়ে অভিনেতা। যদিও তারা মেয়ের মুখ দেখাননি। পাশে দাঁড়িয়ে শ্রীময়ীর মা। মেয়ের সঙ্গে রংমিলন্তি অভিনেত্রীর মা। গোলাপি শাড়িতে নিজেকে সাজিয়ে মেয়েকে বুকে জড়িয়ে শুভেচ্ছা জানালেন সবাইকে। বললেন ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই— অতীতের সব খারাপ সরে যাক। ২০২৫ সালে নতুন করে জীবন কাটান।

মেয়ে বাড়িতে। মা-বাবা যদিও সকাল থেকে বাইরে। সন্তান-পরিবারের মঙ্গল কামনায় ব্যস্ত। শ্রীময়ী বলেন, প্রতি বছর এই দিনে উপোস করে উদ্যানবাটীতে যাই আমরা। শ্রীরাম কৃষ্ণ দেবের আশীর্বাদ নিই, পূঁজা দিই। তার পর দক্ষিণেশ্বরে। সেখানেও পূঁজা দেন তারা, ভোগ খান। সবশেষে কালীঘাট মন্দিরে। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে সোজা বাড়িতে। বাকি সময় মেয়ের জন্য তোলা। রাতে কবজি ডুবিয়ে পাঠার মাংস আর ভাত।

নতুন বছরে কোনো নতুন প্রতিজ্ঞা?—এমন প্রশ্নের উত্তরে শ্রীময়ী বলেন, অবশ্যই নিয়েছি। সমস্ত নেতিবাচকতা, এই মানসিকতার মানুষ এবং তাদের কটাক্ষকে আবর্জনার বাক্সে ফেলে সতেজ মন নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। নিজে ভালো থাকব। সবাইকে ভালো রাখার চেষ্টা করব।

ঊষার আলো-এসএ