UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনার টিকা নিলেন নায়ক শাকিব

usharalodesk
এপ্রিল ৫, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : দেশে দ্বিতীয় দফায় সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে লকডাউন। লকডাউনের প্রথম দিন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে করোনার টিকা নিলেন সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। চিত্রনায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌। করোনাভাইরাসের ভ্যাকসিন নিলাম।’
জানা যায়, প্রায় ৩০ মিনিট হাসপাতালে ছিলেন শাকিব খান। টিকা নেয়ার পর তাকে ১৫ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। কোনও সমস্যা না থাকায় তিনি হাসিমুখেই ফিরে গেছেন। জুনের প্রথম সপ্তাহে তাকে টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।
এদিকে, শাকিব খান বর্তমানে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিনের মধ্যেই এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক।
সম্প্রতি ছবির গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নায়িকা দর্শনা বণিকের নখের আঁচড় লাগে শাকিব খানের বাঁ চোখে। এতে তিনি রক্তাক্ত হন বলেও জানা গেছে।

(ঊষার আলো-এমএনএস)