UsharAlo logo
বৃহস্পতিবার, ১৩ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মিমি

usharalodesk
এপ্রিল ১, ২০২১ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। ঘরেই চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেত্রী। কিন্তু কাশি কমছিলো না। তাই আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) এই অভিনেত্রীকে ভর্তি করা হয় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করেছেন আফসানার মিমির নির্মাণসঙ্গী নজরুল সৈয়দ।
তিনি বলেন, ‘মিমি আপার শরীর সম্প্রতি খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। এটি গেল সপ্তাহের খবর। এরপর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। মিমি আপা এখনো ভালোই আছেন। তবে কাশিটা একটু বাড়ছে। এছাড়া খারাপ কিছু নেই। কাশি কমছে না বলেই আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আফসানা মিমি অভিনয় ও পরিচালনার পাশাপাশি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। তিন বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

(ঊষার আলো-এমএনএস)