UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কারামুক্ত হয়েছেন পরীমনি

ঊষার আলো
সেপ্টেম্বর ১, ২০২১ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযুক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি জামিনে কারামুক্ত হয়েছেন। আজ (বুধবার) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হয়েছেন তিনি।

কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে বের হতে দেখা যায় পরীমনিকে। ওই সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এর আগে, মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন মঞ্জুর করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ বলেন, আদালত থেকে পরীমনির জামিনের কাগজপত্র মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে জেলখানায় এসে পৌঁছায়। আদালতের কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরীমনিকে আজ সকাল সাড়ে ৯টায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। ওই সময় পরীমনির স্বজনরা কারা ফটকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে পরীমনির বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ ও মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করে পরীমনিকে আটক করে র‌্যাব। তার বিরুদ্ধে বনানী থানায় মাদক মামলা দায়ের করা হয়।

(ঊষার আলো-আরএম)