UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্যাটরিনা কাইফের সম্পর্কের বিষয়ে মুখ খুললেন অনিলপুত্র হর্ষ

ঊষার আলো
জুন ১০, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ডেট করছে। সম্পর্কে রয়েছে ২জনে। এমন গুঞ্জন বলিউডে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। তাদের ছবি একসঙ্গে ভাইরালও হয়েছে। যদিও ভিকি বা ক্যাটরিনা এই বিষয়ে মুখ খোলেনি কখনও। এবার তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছে ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধু অনিল কাপুরের ছেলে অভিনেতা হর্ষবর্ধন কাপুর।
সম্প্রতি এই অভিনেতা একটি অনলাইন অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, সেখানে এই প্রসঙ্গে মুখ খোলেন সোনমের ভাই হর্ষবর্ধন। তাকে বলিউড তারকাদের প্রেমের গুঞ্জনের মধ্যে এমন একটি সম্পর্কের কথা প্রকাশ করতে বলা হয়, যা গুজব নয়, সত্যি। সঙ্গে সঙ্গে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের নাম উল্লেখ্য করে হর্ষবর্ধন। তিনি বলেন এই সম্পর্কের মধ্যে গুজবের কোনো অবকাশ নেই।
তিনি বলেছেন, ভিকি ও ক্যাটরিনা একসঙ্গে রয়েছে, এটি সত্য। বিষয়টি নিয়ে কথা বলাতে আমি হয়তো সমস্যায় পড়ব, তবুও বলছি। যদিও এই সম্পর্ক তারা কোনোদিন অস্বীকারও করেননি, বরং তাদের মধ্যেও কিছু লুকোনোর কোনো আভাস পাইনি।
১ বছর আগে দীপাবলির রাতে অমিতাভ বচ্চনের বাড়ির পার্টিতে একসঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা-ভিকি। তখন থেকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। বেশ কয়েকবার ডিনারে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছে এই জুটি।

(ঊষার আলো- এম.এইচ)