UsharAlo logo
বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাটরিনা কি অন্তঃসত্ত্বা?

pial
এপ্রিল ১৩, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন এ জুটি।

এদিকে বলি পাড়ায় নয়া গুঞ্জন যে, মা হতে চলেছে ক্যাটরিনা কাইফ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়। এতে এ অভিনেত্রীকে ঢিলেঢালা পোশাক পরে বিমানবন্দরে মালদ্বীপ থেকে ফিরতে দেখা যাচ্ছে। এরপর থেকেই গুঞ্জনের শুরু। নেটিজেনদের ধারণা ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। আর বেবি বাম্প যেন না বোঝা যায় এ কারণেই ঢিলেঢালা পোশাক পরেছেন অভিনেত্রী।

তবে এ বিষয় নিয়ে এখনো মুখ খোলেননি ক্যাটরিনা বা ভিকি কেউ-ই।

এর আগে অভিনেত্রী সোনম কাপুরকেও এরকম ঢিলেঢালা পোশাকে বাহিরে বের হতে দেখা যায়। আর সেই সময় তারও মা হওয়ার গুঞ্জন চাউর হয়েছিলে। তবে তখন সেটি গুজব বলে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু পরে এর কয়েক মাস পরেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান সোনম।

(ঊষার আলো-এফএসপি)