বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি তামিল ও তেলেগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।
সামান্থার গায়ে ছিল সাদা ব্লেজার। আলোকচিত্রীরা মুহুর্মুহু ছবি তুলতে শুরু করেন তার। এ সময় তাকে কিছুটা অপ্রস্তুত দেখা যায়। ক্যামেরাতে তিনি চোখ রাখতে পারছিলেন না। ফ্ল্যাশের আলোয় চোখ খোলা রাখতে সমস্যা হচ্ছিল তার।
সামান্থা মায়োসাইটিসে ভুগছেন। যার কারণে কিছু দিন ধরেই তার শরীর ভালো নেই। এটি অটোইমিউন রোগ। ‘মায়ো’ শব্দের অর্থ পেশি আর ‘আইটিস’ মানে প্রদাহ। কাজেই সোজা ভাষায় বলতে গেলে মায়োসাইটিস হলো পেশির প্রদাহ।
যে কারণে আলোতে তার বেশ সমস্যাই হচ্ছে বলে আগেই জানিয়েছিলেন। তাই একসঙ্গে এতগুলো ক্যামেরার ঝলকানিতে বাধ্য হয়ে বললেন, ‘চোখে ফ্ল্যাশ দেবেন না।’
কিছু দিন আগে তিনি বলেন, ‘অভিনেতা হিসেবে ভাবপ্রকাশের সব থেকে বড় মাধ্যম আমাদের চোখ। কিন্তু আমি যখন অসুস্থ ছিলাম, প্রতিদিন চোখ খুললেই মনে হতো হাজার সুচ ফোটানো হয়েছে। আলো সহ্য করতে পারতাম না।’
বৃহস্পতিবার আলোকচিত্রীদের এমন তাড়াহুড়ো দেখে অনেকেই লিখেছেন, ‘ওর চোখে কষ্ট হচ্ছে দেখেও আলো দিচ্ছে, কী অমানবিক।’ কেউ বলছেন, ‘মায়োসাইটিসের পর থেকে আলোতে কষ্ট হচ্ছে সামান্থার।’
অসুস্থতা সত্ত্বেও সিনেমার প্রচারে যাতে কোনো কমতি না থাকে, সেই দিকে খেয়াল রাখছেন অভিনেত্রী। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’।
৯ জানুয়ারি মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত ‘শকুন্তলম’ সিনেমার ট্রেইলার। যার কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছেন সোশ্যাল মিডিয়ায়। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
ঊষার আলো-এসএ