UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চরিত্র নিয়ে ফেসবুকে নারীর কু-মন্তব্য

usharalodesk
নভেম্বর ৯, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী অন্তরা মিত্র সারেগামাপার সেট থেকে একটি রিল শেয়ার করেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।সেটি দেখেই এক নারী আক্রমণ করল অন্তরাকে তার ‘যোগ্যতা’ ও ‘সমঝোতা করে কাজ পাওয়া’ নিয়ে। এ সংগীতশিল্পীও জবাব দিলেন মুখের ওপর।

বর্তমান সময়ে অনলাইনে ট্রল যেন একটা বড় অসুখে পরিণত হয়েছে। যেখানে তারকাদের পেলেই তাদের কটাক্ষে ভরাচ্ছেন নেটিজেনরা। সেই পরিণতিই হলো গায়িকা অন্তরা মিত্রের।

বর্তমানে তিনি সারেগামাপার বিচারক। আর সেখানেই সেটের কিছু মুহূর্ত নিয়ে একটি রিল ভিডিও বানিয়েছিলেন। দেখা গেল, সেটি দেখেই যেন তেলেবেগুনে জ্বলে উঠলেন কিছু নেটিজেন। এক নারী তো আক্রমণ করল অন্তরাকে তার ‘যোগ্যতা’ ও ‘সমঝোতা করে কাজ পাওয়া’ নিয়ে।

জনৈক নারী ফেসবুক পোস্টে লিখলেন— সব কিছুই মানলাম, কিন্তু মুম্বাইতে উনি এমন কি প্লেব্যাক করেছেন যে, এত হাই ফাই ভাব হয়ে গেছে, কত টাকা পারিশ্রমিক পায়? এ গানের জগৎ যতটা ওপর দিয়ে দেখতে লাগে, সেরকম না। সামান্য বাপ্পী লাহিড়ীর সঙ্গে স্টেজ প্রোগ্রাম করাবে বলে তার অ্যাসিস্ট্যান্ট কুপ্রস্তাব দেয়, যারা রাজি তারা ওপরে উঠেছে, আর যারা সমঝোতা করতে পারে না, তারা আমার মতো ঘরের বউ হয়ে থাকতে হয়।

তিনি বলেন, আমি নিজে একজন গানের শিল্পী হয়ে বলছি— যারা এখনো এই লাইনে স্ট্রাগল করছেন, তারা সব থেকে ভেতরের অন্ধকারটা জানেন। তাই অন্তরা খুব সোজা পথে আর শুধু ট্যালেন্ট দিয়ে এত বড় জায়গা পাননি। কারণ অন্তরার মতো এ রকম অনেক ট্যালেন্ট হয়তো ওর থেকেও বেশি আছে, তারা হারিয়ে গেছেন।

এরপর তিনি সারেগামাপাখ্যাত নিহিরা বলে একটি মেয়েরও প্রসঙ্গ টানেন, যিনি সালাম এ ইশক মুভিতে টাইটেল সং গেয়েছিলেন। এ নারী যিনি অন্তরার ছবিতে মন্তব্য করেছেন, তিনি আরও লেখেন, গায়িকা সমঝোতা করেননি বলেই, হারিয়ে গেছেন। মন্তব্যের শেষ প্রান্তে লিখেছেন— আজ আর কোনো লাইম লাইটে নেই। লাস্ট দেখেছিলাম ১০ বছর আগে, তখন ওর বিয়ে হয়ে গিয়েছিল। দুঃখ লাগে, এভাবে কত সিঙ্গার নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য গান ছেড়ে দেয়।

এই নারী আরও বেশ কয়েকটি কমেন্ট করেন অন্তরার পোস্টে। যার মধ্যে একটিতে লিখেছেন— এই অন্তরা নাকি বিচারক? যে নিজেই ঠিকমতো ভালো গাইতে পারে না, সত্যিই করে ওর কি এক্সট্রা কোয়ালিটি আছে বলুন তো?

তবে এ নারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে পালটা মন্তব্য করেন এক নেটিজেন। যিনি লিখেছেন— আপনার মধ্যে মনুষ্যত্বের শিশির কণাও দেখতে পাচ্ছি না, একজনকে এভাবে বিচার করা…!

এদিকে ওই নারীর মন্তব্য মোটেও চোখ এড়ায়নি গায়িকা অন্তরা মিত্রেরও। তিনি ওই নারীকে জবাব দিয়ে লিখেছেন— ভালো থাকবেন। সংগীত আপনার জীবনে যখন আছে, তার মানে আপনি সাধারণ তো নন। হতাশা জীবনের অনিবার্য অঙ্গ। আমার উত্থানকে সমালোচনা করে যদি আপনার কষ্ট কিছুটা লাঘব হয়, তা হলে ক্ষতি কি! আপনার সংগীত এবং মনন দুইয়ের উন্নতি কামনা করি। প্রণাম নেবেন।— অন্তরা।

ঊষার আলো-এসএ