UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চোয়ালের নিচ থেকে রক্ত গড়িয়ে পড়ছে ইমরান হাশমির

usharalodesk
অক্টোবর ৮, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: ‘ঘোড়চড়ি ২’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।

ভারতীয় কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘ঘোড়চড়ি ২’ সিনেমার শুটিং চলছিল হায়দরাবাদে। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার। তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মাঝে বেশ কয়েক বছর কাজ করেননি এ অভিনেতা। কারণ, তার ছেলে খুবই অসুস্থ ছিল। ক্যানসার ধরা পড়েছিল। ছেলের জন্যই কাজ বন্ধ রেখেছিলেন। শোনা যায় নায়ককে এককালে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা করা হয়েছিল।

প্রথম থেকেই দর্শকের রোষের শিকার হতে হয়েছিল তাকে। তবে সেই বিষয়ে এবার মুখ খুললেন ইমরান। তিনি মোটেও ও কথা মুখে আনতে চাননি। আসলে তিনি চেয়েছিলেন গিফট বক্স জিততে। কফি উইথ করণ শো-তে এসে তিনি র্যাপিড ফায়ার রাউন্ডে এই মন্তব্য করে বিপাকে পড়েছিলেন।

ঊষার আলো-এসএ