UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে ‘ধুরন্ধর’ রূপে দেখা দিলেন রণবীর

বিনোদন ডেস্ক
জুলাই ৭, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

রণবীর সিংয়ের জন্মদিনে প্রকাশ্যে এলো তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ফার্স্টলুক। অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করছেন নির্মাতা আদিত্য ধর। এর আগে ‘ উরি’ সিনেমা নির্মাণ করে আলোচনায় এসেছিলেন এই নির্মাতা।

এদিকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন রণবীর। ২ মিনিট ৪০ সেকেন্ডের চোখধাঁধানো টিজারে রণবীর সিং ছাড়াও দেখা মিলেছে সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও অর্জুন রামপালদের।

টিজারের ব্যাকগ্রাউন্ডে বেজেছে সংগীতশিল্পী শাশ্বতের একটি মৌলিক কম্পোজিশন। এতে কণ্ঠ দিয়েছেন পাঞ্জাবী সংগীতশিল্পী জ্যাসমিন স্যান্ডলাস।

প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী ‘ধুরন্ধর’ এমন মানুষের গল্প বলবে, যাদের নাম কেউ জানে না, যাদের কাহিনি লেখা নেই ইতিহাসের পাতায়। আড়ালের সেই নায়কদের গল্পই উঠে আসবে পর্দায়—যেমনটা হয়েছিল আদিত্য ধরের আগের ‘উরি’ ছবিতে।

আগামী ৫ ডিসেম্বর ‘ধুরন্ধর’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ঊষার আলো-এসএ