UsharAlo logo
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে প্রায় শতাধিক কেক কাটবেন ডিপজল

ঊষার আলো
এপ্রিল ৬, ২০২১ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জনপ্রিয় একজন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দাপুটে এই অভিনেতার জন্মদিন। তিনি ১৯৬২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।

করোনা প্রকোপের দরুণ বিশেষ এই দিনে কোনও আয়োজন করেননি। কিন্তু ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের আবদার রাখতে কেক কাটছেন তিনি। এরই মধ্যে তিনি অর্ধশতাধিক কেক কেটেছেন। তিনি দিন গড়াতে প্রায় শতাধিক কেক কাটবেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে কেক হাতে হাজির হচ্ছেন শিল্পী এবং কলাকুশলীরা। তাদের এমন ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

ডিপজলের তার এক বক্তব্যে বলেন, ‘করোনার দরুণ সময়টা খারাপ যাচ্ছে। তবে কাছের মানুষদের আবদার ফেলতে পারছি না। এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিকের মতো কেক কেটেছি। সবাই দেশের মানুষের জন্য ও আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই নিরাপদে থাকবেন এবং নিজের পরিবারকেও সুরক্ষিত রাখবেন।’

(ঊষার আলো-এফএসপি)