UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টিপ না পরায় ট্রোলের শিকার কারিনা

pial
এপ্রিল ২৩, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় এবার নেটিজেনদের রোষানলের মুখে অভিনেত্রী বলিউড কারিনা কাপুর খান। পান মশলার বিজ্ঞাপন করে বিতর্কে জড়িয়ে ছিলেন অক্ষয় কুমার। আর এবার এক গয়না প্রস্তুতকারক সংস্থার হয়ে প্রচার সেরে প্রশ্নের মুখে পড়েছেন কারিনা। সামনেই অক্ষয় তৃতীয়া, আর সেই উপলক্ষে মালাবার গোল্ডের পক্ষ থেকে একটি বিজ্ঞাপন প্রকাশ্যে আনা হয়েছে। দীর্ঘদিন ধরেই এ জুয়েলারি ব্র্যান্ডের প্রচারের মুখ কারিনা। তবে এই বিজ্ঞাপনে কেবলমাত্র কপালে টিপ না পরবার জন্যই ট্রোলড হতে হচ্ছে কারিনাকে।

বিজ্ঞাপনে গোলাপি রঙা লেহেঙ্গায় সেজে ধরা দিয়েছেন কারিনা কাপুর। গলায় হীরার নেকলেস, কানে ঝোলা দুল ও কপালে টিকা। তবে কারিনার এই সাজ বেমানান ঠেকেছে নেটিজেনদের একটা অংশের কাছে। আর বিবাহিত হিন্দু স্ত্রীর কপালে টিপ না থাকলে সেটা অপসংস্কৃতি, এমন দাবি তুলে ওই সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। শুক্রবার থেকেই #BoycottKareenaKapoorKhan এই হ্যাশট্যাগ ট্রেন্ড করছে।

একজন লেখেন, ‘টিপ ছাড়া অক্ষয় তৃতীয়ার বিজ্ঞাপন! ওদের কি হিন্দি সংস্কৃতি নিয়ে কোনো ধারণা নেই?’ আরেকজন লেখেন, ‘হিন্দুদের জন্য টিপ শুধু একটা লাল বিন্দু নয়,যদি মালাবার গোল্ডের মতো সংস্থা ইচ্ছাকৃতভাবে সেটা বুঝতে না চায় তাহলে হিন্দুদের উচিত ওদের দিক হতে মুখ ফিরিয়ে নেওয়া।’

তবে কারিনার এই বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে এখনও মুখ খোলেনি মালাবার গোল্ড, অভিনেত্রীও এই বিতর্ক নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি। সূত্র: হিন্দুস্তান টাইমস

(ঊষার আলো-এফএসপি)