UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডিবি অফিসে মারজুক রাসেল

ঊষার আলো ডেস্ক
জুলাই ২৮, ২০২৪ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

ডিবি কার্যালয়ে গণমাধ্যমকে মারজুক রাসেল বলেন, ‘আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া পেজ থেকে দীর্ঘদিন ধরে উস্কানিমূলক পোস্ট দেয়া হচ্ছে। সেটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত হচ্ছি। এগুলো ফেক পেজ।’

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে দেশের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস ও পোস্ট শেয়ার করা হচ্ছে। সেখানে সরকারবিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। সাধারণ মানুষের মাঝেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন অভিনেতা মারজুক রাসেল। কারণ পেজটি তার নামে তৈরি করা হলেও, এই পেজের নিয়ন্ত্রণে তিনি নেই। অন্য কোনো ব্যক্তি এই অভিনেতার নাম ও ছবি ব্যবহার করে পেজটি পরিচালনা করছেন।

বিষয়টির উল্লেখ করে অভিযোগ জানাতে রোববার রাজধানীর মিণ্টো রোডে ডিবি কার্যালয়ে যান মারজুক রাসেল। সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন তিনি।

মারজুক রাসেল বলেন, ‘আজ হারুন স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। যারা আমার নামে এই ফেক পেজগুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয়। কারণ এই পেজগুলোর কারণে আমি দর্শক ও ভক্তদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছি।’